BENGALI
পবিত্র ঈশ্বর এখনও রক্ষা পাচ্ছেন!
এবং বলল,
"আমি তোমার সাথে দেখা করব"
[অধ্যায় 29:10]
_____________________________________
কিয়ামতের দিন পৃথিবীকে ভয় পায় এবং যেদিন পবিত্র আল্লাহ বিশ্বকে ধ্বংস করে দেবেন মানুষের পাপের দরুন । বিশ্ব সত্যে বিশ্বাস করে যে, কিয়ামতের দিন এসে যাবে ।
যুদের পত্র পত্রঅধ্যায় 1:14-15
14 আদমের থেকে সপ্তম পুরুষ য়ে হনোক, তিনিও এই লোকদের সম্বন্ধে ভাববাণী করেছেন: ‘দেখ তাঁর লক্ষ লক্ষ পবিত্র স্বর্গদূতদের সঙ্গে নিয়ে প্রভু আসছেন৷
15 তিনি সকলের বিচার করার জন্য এবং সকলকে তাদের কৃত সকল অধার্মিক কাজকর্মের জন্য শাস্তি দিতে আসছেন৷ এইসব অধার্মিক পাপী তাঁর বিরুদ্ধে যত সব উদ্ধত কথাবার্তা বলেছে সেই কারণে তাদের দোষী ঘোষণা করার জন্য আসছেন৷’
বাইবেল পবিত্র ঈশ্বর দ্বারা লিখিত পবিত্র গ্রন্থ, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট গঠিত, এবং প্রায় 95 এ.ডি. সম্পন্ন হয় মূল ভাষায় (হিব্রু, আরামাইক, গ্রীক) প্রতিটি শব্দ ঈশ্বরের মুখ থেকে।
পিতরের ২য় পত্র 1:20-21
20 এটা তোমাদের বিশেষভাবে জানা দরকার য়ে শাস্ত্রের কোন ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার ফল নয়৷
21 ভাববাণী কখনই মানুষের ইচ্ছাক্রমে আসে নি, কিন্তু পবিত্র আত্মার পরিচালনায় ভাববাদীরা ঈশ্বরের কথা বলেছেন৷
তিমথি ২ অধ্যায় 3:16
16 সমস্ত শাস্ত্রই ঈশ্বর দিয়েছেন এবং অনুয়োগ, সংশোধন ও ন্যায়পরায়ণ জীবনযাপনের জন্য প্রতিটি বাক্যই সঠিক নির্দেশ দিতে পারে৷
ইতিহাসে এই সময়ে অনেক তথ্য আছে যখন আমরা শেষ মুহূর্তে খুব কাছাকাছি থাকি ।
এই নতুন তথ্য বাইবেল সরাসরি আসে, যা গত 1900 বছর ধরে পরিবর্তিত হয়নি।
দানিয়েল অধ্যায় 12:9 9 “সে উত্তরে বলল, ‘দানিয়েল, তুমি তোমার জীবনে ফিরে যাও| এই বাণী লুকানো থাক| সমাপ্তির সময় না আসা পর্য়ন্ত তা গোপন থাকবে|
হাবাকুক অধ্যায় 2:1-3 1 “আমি প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবো এবং লক্ষ্য রাখবো| প্রভু আমাকে কি বলবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করবো| তিনি কি ভাবে আমার প্রশ্নের উত্তর দেন তা জানবার জন্যে আমি অপেক্ষা করবো|” 2 প্রভু আমাকে উত্তর দিলেন, “আমি তোমাকে যা দেখাই তা লেখো| যাতে লোকরা সহজভাবে পড়তে পারে তার জন্য পরিষ্কার অক্ষরে লিখবে| 3 এই বার্তাটি ভবিষ্যতের এক বিশেষ সময়ের জন্য| এই বার্তাটি ভবিষ্যতের এক বিশেষ সময়ের জন্য| এই বার্তাটি সমাপ্তি সম্পর্কে| এটা সত্যিই ঘটবে| মনে হতে পারে য়ে সময়টা কখনও আসবে না| কিন্তু ধৈর্য়্য় ধরো এবং এর জন্য অপেক্ষা করো| সেই সময় আসবে, দেরী হবে না|
আমরা সময় শেষ হওয়ার সাথে সাথে ড্যানিয়েলকে দেওয়া কথাগুলি, হাব্বাককে দেওয়া দর্শন এবং অন্যান্য অনুরূপ অনুচ্ছেদগুলি অনির্বাচিত হয়েছে, বহু নতুন সত্য প্রকাশ করে যা চার্চের যুগে উত্থাপিত বহু প্রাক-ধারণাপূর্ণ ধারণার প্রতি পাল্টা আক্রমণ করে।
বাইবেল সাবধান করে দেয় যে, পৃথিবীর শেষ নোহের দিনের বিশ্বব্যাপী বন্যার সমান্তরাল এবং অগ্নি দ্বারা সদোম ও ঘমোরা ধ্বংস হবে:
লুক অধ্যায় 17:26-32 26 নোহের সময়ে য়েমন হয়েছিল, মানবপুত্রের সময়েও তেমনি হবে৷ 27 য়ে পর্যন্ত না নোহ জাহাজে উঠলেন আর বন্যা এসে লোকদের ধ্বংস করল, সেই সময় পর্যন্ত লোকেরা খাওযা দাওযা করছিল, বিয়ে করছিল ও বিয়ে দিচ্ছিল৷ 28 লোটের সময়েও সেই একই রকম হয়েছিল৷ তারা খাওযা-দাওযা করছিল, কেনা-বেচা, চাষ-বাস, গৃহ নির্মাণ সবই করত৷ 29 কিন্তু লোট য়ে দিন সদোম থেকে বেরিয়ে এলেন, তারপরেই আকাশ থেকে আগুন ও গন্ধক বর্ষিত হয়ে সেখানকার সব লোককে ধ্বংস করে দিল৷ 30 য়ে দিন মানবপুত্র প্রকাশিত হবেন, সেদিন এই রকমই হবে৷ 31 ‘সেই দিন কেউ যদি ছাদের উপর থাকে, আর তার জিনিস পত্র যদি ঘরের মধ্যে থাকে, তবে সে তা নেবার জন্য য়েন নীচে না নামে৷ তেমনি যদি কেউ ক্ষেতের কাজে থাকে, তবে সে কোন কিছু নিতে ফিরে না আসুক৷ 32 লোটের স্ত্রীরকথা য়েন মনে থাকে৷
বাইবেল ঘোষণা করে যে আজকের গীর্জা এবং মণ্ডলীগুলি, যিরূশালেমের কথা বলে, তারা আধ্যাত্মিকভাবে সাদুম এবং মিশর নামে পরিচিত।
पপ্রত্যাদেশ পত্রঅধ্যায় 11:7-8 7 তাঁদের সাক্ষ্যদান শেষ হলে, য়ে পশু পাতালের অতলস্পর্শী কূপ থেকে উঠে আসবে সে তাঁদের সঙ্গে যুদ্ধ করবে, আর যুদ্ধে তাদের হারিয়ে দিয়ে হত্যা করবে৷ 8 তাঁদের মৃত দেহগুলি সেই মহানগরের রাস্তার ওপরে পড়ে থাকবে, এ সেই নগর যাকে আত্মিক অর্থে সদোম ও মিশর বলে; আর এই নগরেই তাঁদের প্রভু ক্রুশে বিদ্ধ হয়েছিলেন৷
পশুটি শয়তানের একটি রেফারেন্স, যিনি খ্রিস্টবৈরী, যিনি বিশ্বস্তভাবে তার ধর্মীয় মন্ত্রীদের মাধ্যমে বিশ্বব্যাপী সকল স্থানীয় মণ্ডলীতে আধ্যাত্মিকভাবে শাসন করার ক্ষমতা ও কর্তৃত্ব দিয়েছেন।
করিন্থীয় ২ অধ্যায় 11:13-14 13 কারণ তারা ভণ্ড প্রেরিত, তারা মিথ্যা বলে৷ তারা প্রবঞ্চক কর্মী, তারা প্রেরিতের ছদ্মবেশ ধরেছে৷ তারা এমনভাব দেখায় যাতে লোকে মনে করে য়ে তারা খ্রীষ্টের প্রেরিত৷ 14 এটা আশ্চর্য নয়, কারণ শয়তান নিজেও নিজেকে দীপ্তিময় স্বর্গদূত হিসাবে দেখাবার জন্য বদলে ফেলে৷
पপ্রত্যাদেশ পত্রঅধ্যায় 13:7 7 ঈশ্বরের পবিত্র লোকদের সঙ্গে যুদ্ধ করতে ও তাদের পরাস্ত করবার ক্ষমতা তাকে দেওয়া হল; আর জগতের সমস্ত বংশ, লোকসমাজ, ভাষা ও জাতির ওপর কর্তৃত্ত্ব করার ক্ষমতাও তাকে দেওয়া হল৷
আজকে যারা ঈসা মসিহের সাথে সম্পর্কের দাবি করে তারা "শিফটিং" হয়।
আমোস অধ্যায় 9:9-10 9 আমি ইস্রায়েল জাতিকে ধ্বংস করবার আদেশ দিচ্ছি| আমি ইস্রায়েলের লোকদের সমস্ত জাতির মধ্যে ছড়িয়ে দেব| যখন সে চালনিতে শস্য ঝাড়ে তখন ভালো শস্যগুলি চালনির ভেতর দিয়ে নীচে পড়ে কিন্তু খারাপ ডেলাগুলি ধরা পড়ে| যাকোবের পরিবারের সঙ্গেও তেমনটি করা হবে| 10 আমার লোকদের মধ্যে পাপীরা বলে, ‘আমাদের কোন মন্দ ঘটবে না |’ কিন্তু তাদের সবাইকে তরবারির আঘাতে হত্যা করা হবে!”
ইস্রায়েলের গৃহ বাইবেল ঈশ্বরের ঈশ্বরের সঙ্গে একটি সংরক্ষণ সম্পর্ক দাবি যারা একটি রেফারেন্স। যারা প্রকৃতপক্ষে সংরক্ষিত হয় না তারা হবে sifted, যারা নির্বাচিত হয় পৃথিবীতে না পড়া হবে। যারা সংরক্ষিত হয় তারা কেবল রহমত দ্বারা সংরক্ষিত হয় - অযাচিত অনুগ্রহ - ঈশ্বরের।
এজেকিয়েল অধ্যায় 36:29-32 29 ঈশ্বর বললেন, “এছাড়াও আমি তোমাদের পরিত্রাণ করব এবং অশুচি হওয়া থেকে রক্ষা করব| আমি আজ্ঞা করব যেন শস্য ফলে আর তোমাদের দেশে দুর্ভিক্ষ আনব না| 30 আমি তোমাদের প্রচুর শস্য, ফল ও ক্ষেত ভরা ফসল দেব যেন বিদেশে তোমরা ক্ষুধার জন্য লজ্জায না পড়| 31 তোমরা তোমাদের কৃত মন্দ কাজগুলি স্মরণ করবে এবং বুঝবে যে সেসব ভাল করনি| তখন তোমাদের পাপ ও তোমাদের কৃত ভয়ঙ্কর কাজের জন্য তোমরা নিজেরাই নিজেদের ঘৃণা করবে|” 32 প্রভু আমার সদাপ্রভু বলেন, “এ কাজ আমি আমার নিজের মঙ্গলের জন্য করছি, তোমাদের জন্য নয়- এ কথাটা তোমরা মনে রাখো এট আমি চাই| হে ইস্রায়েল, তোমরা যে ভাবে জীবনযাপন করেছ তার জন্য তোমাদের লজ্জিত ও বিষণ্ন হওয়া উচিত!”
বিস্ময়কর, আজকে, ডেভিডের শাশ্বত আবাসটি স্থানীয় মণ্ডলীগুলির কার্যকলাপ ও তত্ব থেকে আলাদা করা হচ্ছে।
আমোস অধ্যায় 9:11-12 11 “দায়ূদের তাঁবুপতিত হয়েছে| কিন্তু সেই সময় আমি আবার তা স্থাপন করব| আমি দেওয়ালের গর্তগুলো সারাবো| আমি এর ধ্বংসস্তূপ থেকে আবার গড়ব| আমি তাকে পূর্বে য়েমন ছিল সেই ভাবে আবার গড়ে তুলব| 12 তারপর, তারা, যারা আমার নামে অভিহিত হয়, তারা ইদোমের এবং দেশের অন্যান্য অবশিষ্ট অংশের সত্ত্ব গ্রহণ করবে প্রভু বলেন, তিনি এগুলো করেন|
ইসাইয়া অধ্যায় 54:1 1 মহিলারা সুখী হও! তোমাদের কোন সন্তান নেই কিন্তু তোমাদের সুখী হওয়া উচিত্| প্রভু বলেন, “যে মহিলা একা আছে সে ব্বিাহিত মহিলার চেয়েও বেশী সন্তান পাবে|”
ইসাইয়া অধ্যায় 60:9-11 9 দূরবর্তী এলাকায লোকরা আমার জন্য অপেক্ষা করছে| বিশাল যাত্রীবাহী জাহাজগুলি জলযাত্রার জন্য প্রস্তুত| এই জাহাজগুলি তোমাদের ছেলেমেয়েদের দূরদেশ থেকে আনার প্রতিক্ষায রয়েছে| তারা তাদের ঈশ্বর ইস্রায়েলের পবিত্র একজনকে শ্রদ্ধা জানানোর জন্য সোনা এবং রূপো নিয়ে আসবে| প্রভু তোমাদের জন্য চমত্কার কাজ করবেন| 10 অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে| তাদের রাজারা তোমাদের সেবা করবে| “আমি যখন তোমাদের উপর রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম| কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে, এবং আমি তোমাদের জন্য করুণাময় হব| 11 তোমার ফটক সব সময় খোলা থাকবে| সেগুলি দিনরাত কখনই বন্ধ হবে না| সব জাতি ও রাজারা তোমাকে তাদের সম্পদ দেবে|
আজকের পরিত্রাণের 1 কিং 8:50 মধ্যে রাজা সলোমন প্রার্থনা একটি প্রতিক্রিয়া 50 আপনার লোকদের তাদের পাপ থেকে মুক্তি দেবেন এবং আপনার প্রতি তাদের পাপাচরণকে ক্ষমা করবেন| তাদের শত্রুদের তখন তাদের প্রতি নরম মনোভাব করে তুলবেন|
সম্ভবত আজকের যে পরিত্রাণের ঘটনা ঘটছে তা বাইবেলের সবচেয়ে ভাল উদাহরণ নিনিয়েভ শহরের। ভাববাদী যোনা নিঃসন্দেহে বনী ইসরাঈলের বাইরে একটি পৌত্তলিক শহর নিনেভে পাঠিয়েছিলেন, যিনি বাইবেলের ঈশ্বরকে কিছুই জানতেন না, যা আজকের চার্চদের বাইরে যারা নির্বাচিত লোককে চিত্রিত করে।
যোনা অধ্যায় 3:4-9 4 য়োনা শহরটির কেন্দ্র স্থলে গিয়ে জনসাধারণকে দর্মোপদেশ দিতে আরম্ভ করলেন| য়োনা বললেন, “আর 40 দিন পর, নীবনী ধ্বংস হয়ে যাবে!” 5 নীবনীবাসীরা ঈশ্বরের কাছ থেকে এই বার্তা পেয়ে বিশ্বাস করল| লোকরা কিছু সময়ের জন্যে খাওয়া দেওয়া বন্ধ করে তাদের পাপ কাজ সম্বন্ধে চিন্তা করল| লোকরা তাদের দুঃখ প্রকাশ করার জন্য বিশেষ ধরণের জামা কাপোড় পরল| শহরের সব লোকরাই তা করল-মহান থেকে সাধারণ সকলেই| 6 নীবনীর রাজা এই কথাগুলো শুনলেন এবং তিনি নিজেও তার নিজের খারাপ কাজের জন্য দুঃখিত হলেন| সেজন্য রাজা তাঁর সিংহাসন ছেড়ে দিলেন| তার বিশেষ পোশাকও ছেড়ে ফেললেন এবং তিনি য়ে দুঃখিত তা দেখাবার জন্য বিশেষ ধরনের পোশাক পরলেন| তারপর রাজা ছাইযের মধ্যে বসলেন| 7 রাজা একটি বিশ্ষ বার্তা লিথে বার্তাটি শহরে প্রেরন করলেন:কিছু সময়ের জন্য লোকরা পালকে মাঠে চরতে দেওয়া হবে না| নীবনীতে জীবিত কিছুই কোন খাদ্য বে পানীয় খাবে না| 8 কিন্তু প্রত্যেক লোক এবং প্রত্যেক পশু তার দুঃখ প্রকাশ করার জন্য একটি বিশেষ পোশাক পরবে| লোককে ঈশ্বরের কাছে উচ্চস্বরে কাঁদতে হবে| প্রত্যেক লোকের জীবনযাত্রার পদ্ধতি পরিহর্তন করতে হবে এবং তারা খরাপ কাজ করা বন্ধ করবে| 9 তখন ইশ্বরও হয়তো পরিবর্তিত হবেন এবং তিনি য়ে কাজ করার কথা ভেবেছিলেন তা করবেন না| হয়তো ঈশ্বও বদলে যাবেন এবং ক্রুদ্ধ হবেন না| তাহলে আমরা ক্ষযপ্রাপ্ত হব না|
মানুষ এবং নীনবীর রাজার প্রতিক্রিয়া হল একটি নাটকীয় দৃষ্টান্ত যে কিভাবে ঈশ্বর তাঁর মনোনীত লোকদের অন্তরে কাজ করেন। আজকে প্রচুর প্রমাণ পাওয়া যায় যে, পুরনো নীনবী মত পৃথিবী ধ্বংসের আঙ্গুলের দিকে রয়েছে, বাইবেলে যে লক্ষণগুলি প্রমানিত হয়েছে তা আমরা দেখছি যে আমরা খুব কাছাকাছি রয়েছি:
- • অতএব যেহেতু ধার্মিকতা বৃদ্ধি পাচ্ছে, অনেকের (বাইবেলের আনুগত্য) ভালবাসা ঠান্ডা হয়ে উঠবে। (মথি ২4:1২)
- • ড্যানিয়েল (শয়তানের একটি রেফারেন্স) এর কথিত দাঙ্গার ঘৃণার্ধ, পবিত্র স্থান (বিশ্বব্যাপী স্থানীয় মণ্ডলী) (মথি ২4:15; ২ থীয় ২: 3-4) এ দাঁড়িয়ে আছে।
- • মিথ্যা ভবিষ্যদ্বাণী, এবং মিথ্যা নবী, খুব নির্বাচিতদের ছলা চিহ্ন এবং বিস্ময়ের সঙ্গে উঠা হবে, যদি সম্ভব ছিল (ম্যাট 24:24)
বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার উল্লেখগুলির মধ্যে একটি মথি ২4: 32-33 এ পাওয়া যায়:
32 ‘ডুমুর গাছ দেখে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে৷ 33 ঠিক সেই রকম, যখন তোমরা দেখবে এসব ঘটছে, বুঝবে মানবপুত্রের পুনরুত্থানের সময় এসে গেছে, তা দরজার গোড়ায় এসে পড়েছে৷
বাইবেলে ডুমুর গাছ ইস্রায়েলের জাতির একটি পারবিকাল রেফারেন্স, জাতি যেহেতু মাংসের ভিত্তিতে মসিহ আসেন
पশিষ্যচরিত অধ্যায় 2:22-24 22 ‘হে ইহুদী ভাইয়েরা, একথা শুনুন; নাসরতীয় যীশুর দ্বারা ঈশ্বর বহু অলৌকিক ও আশ্চর্য কাজ করে আপনাদের কাছে প্রমাণ দিয়েছেন য়ে তিনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর পাঠিয়েছেন; আর আপনারা এই ঘটনাগুলি জানেন৷ 23 যীশুকে আপনাদের হাতে সঁপে দেওযা হল, আর আপনারা তাঁকে হত্যা করলেন৷ মন্দ লোকদের দিয়ে আপনারা তাঁকে ক্রুশের উপর পেরেক বিদ্ধ করলেন৷ ঈশ্বর জানতেন য়ে এসব ঘটবে; আর তাই ছিল ঈশ্বরের পরিকল্পনা, যা তিনি বহুপূর্বেই নিরূপণ করেছিলেন৷ 24 যীশু মৃত্যু যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু ঈশ্বর সেই বিভীষিকা থেকে তাঁকে উদ্ধার করলেন৷ ঈশ্বর যীশুকে মৃতদের মধ্য থেকে তুলে আনলেন৷ মৃত্যু যীশুকে তার কবলে রাখতে সক্ষম হল না৷
ঈসা মসিহ ইস্রায়েলের জাতির কাছে ব্যক্তিগতভাবে সেবা করেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি ওল্ড টেস্টামেন্টের প্রতিশ্রুত মশীহ ছিলেন এবং এখনো, বিশ্বাসীদের একটি ক্ষুদ্র অবশিষ্টাংশকে বাদ দিয়ে, ইস্রায়েলের জাতি অবিশ্বাসে রয়ে গেছে। অতএব, খ্রীষ্ট ডুমুর গাছ অভিশাপ।
মার্ক অধ্যায় 11:12-14 12 পরের দিন বৈথনিযা ছেড়ে আসার সময় তাঁর খিদে পেল৷ 13 দূর থেকে তিনি একটি পাতায় ভরা ডুমুর গাছ দেখে তাতে কিছু ফল পাবেন ভেবে তার কাছে গেলেন, কিন্তু গাছটির কাছে গেলে পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না; কারণ তখন ডুমুর ফলের মরশুম নয়৷ 14 তখন তিনি গাছটিকে বললেন, ‘এখন থেকে তোমার ফল আর কেউ কোন দিন খাবে না!’ এই কথা তাঁর শিষ্যেরা শুনতে পেলেন৷
যখন খ্রীষ্ট ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন, তখন বোঝা যায় যে ইস্রায়েল আবারও গসপেলের তত্ত্বাবধায়ক হবেন না। এবং এখনো, আশ্চর্যের, 70 বছর আগে, 1 9 48 খ্রিস্টাব্দে, ইস্রায়েলের জাতি আবার পাতার প্রকাশ করে, এবং বিশ্বের অন্য জাতিগুলির মধ্যে একটি জাতি হয়ে ওঠে, যার ফলে আমরা এখন একটি মহাক্লেশের অন্তর্গত অন্তিম সময়ের মধ্যে প্রবেশ করলাম এবং পরের বৃষ্টি, যখন সত্য মুমিনদের মন্ডলী থেকে বের করে দেওয়া হয়, একযোগে, গীর্জাগুলির বাইরে, গ্রীষ্মের কাছাকাছি, যা বিশ্বাসীদের একটি ফসল গ্রহণ করছে।
যেরেমিয়া অধ্যায় 29:10
10 প্রভু যা বলেছেন তা হল এই: “70 বছরের জন্য বাবিলের এই ক্ষমতা ও আধিপত্য থাকবে| তারপরে আমি তোমাদের কাছে যারা বাবিলে বাস করছ তাদের কাছে আসবো এবং আমার প্রতিশ্রুতি মতো তোমাদের জেরুশালেমে ফিরিয়ে নিয়ে আসব|
এই স্থান ফিরে আসছে শেষ দিনে খ্রীষ্টের প্রত্যাবর্তনের সঙ্গে coincides। ঈসা মসিহের প্রত্যাবর্তনও বছরের শেষে মাছ ধরার উত্সের সঙ্গে দৃঢ়ভাবে চিহ্নিত করে (Exo 23:16), যা শেষ দিন 1-2 অক্টোবর 1-2, 2018 (২ চ। 7:10)।
যোহন অধ্যায় 7:37-38 37 37 পর্বের শেষ দিন, য়ে দিনটি বিশেষ দিন, সেই দিন যীশু উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, ‘কারোর যদি পিপাসা পেয়ে থাকে তবে সে আমার কাছে এসে পান করুক৷
38 শাস্ত্রে এ কথা বলে, য়ে আমার ওপর বিশ্বাস করে তার অন্তর থেকে জীবন্ত জলের নদী বইবে৷’
যোহন অধ্যায় 15:5 5 ‘আমিই আঙ্গুরলতা, আর তোমরা শাখা৷ য়ে আমাতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পার না৷
যোহন অধ্যায় 3:3 3 এর উত্তরে যীশু তাঁকে বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হলে কোন ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না৷’
লুক অধ্যায় 11:13 13 তাই তোমরা যদি মন্দ প্রকৃতির হয়েও তোমাদের ছেলেমেয়েদের ভাল ভাল জিনিস দিতে জান, তবে স্বর্গের পিতার কাছে যাঁরা চায়, তিনি য়ে তাদের পবিত্র আত্মা দেবেন, এটা কত না নিশ্চয়৷’
অতিরিক্ত বাইবেলের তথ্যের জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন: http://www.searchinghisword.com